সে যারে বোঝায় সেই বোঝে।
মক্করউল্লার মক্কর বোঝা সাধ্য কার আছে।।
যথায় কাল্লা তথায় আল্লা
এমনি রে সেই মক্করউল্লা,
অবোধের মক্কা হিল্লা
সদাই তাই খোঁজে।।
ইরফানি কেতাবে ভাই
হরফ নূক্তা তার কিছুই নাই,
তাই ঢুঁড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে।।
এলমে লাদুন্নি হয় যার
সর্বভেদ মালুম হয় তার,
লালন কয় ছটাকে মোল্লার
দড়বড়ি মিছে।।