আদি মক্কা এই মানবদেহে দেখ না রে মন ভেয়ে।
দেশ-দেশান্তর দৌড়ে কেন মরছোরে হাঁপিয়ে।।
মানুষ-মক্কা কুদরতিময়
উঠছে গায়েবী আওয়াজ সাততলা ভেদিয়ে,
সিংহ দরজায় একজন নূরী
নিদ্রাত্যাগী হয়ে।।
কুদরতিময় মানুষ মক্কা
গুরুপদে ডুবে থাকগা ধাক্কা সামলিয়ে,
চারদ্বারে চার নূরী ইমাম
মধ্যে সাঁই বসিয়ে।।
তিল পরিমাণ জায়গার উপর
গঠেছেন সাঁই আজবশহর,
মানুষের কদ দিয়ে
লাখ লাখ হাজী করতেছে হজ সেই জায়গাজমিনে।।
করেছেন সাঁই আজব বাক্কা
গঠেছেন এই মানুষ-মক্কা কুদরতী নূর দিয়ে,
সিরাজ সাঁই কয় অবোধ লালন
ঘরে আদি ইমাম মেয়ে।।