মনেরে বুঝাইতে আমার দিন হলো আখেরী
মনেরে বুঝাইতে আমার দিন হলো আখেরী।
বোঝে না সে আপন মরণ
একি অবিচারি।।
ফাঁদ পাতিলাম শিকার বলে
সে ফাঁদ বাধিল আপন গলে,
এ লজ্জা কি যাবে ধুলে
ভবের কাচারি।।
পর ধরতে যাই লোভ দেখায়ে
আপনি লোভে পড়ি যেয়ে,
হাতের মামলা হারাইয়ে
কেঁদে কেঁদে ফিরি।।
ছা’র জন্য আনলাম আদার
আদারে ছা খেল এবার,
লালন বলে বুঝলাম আমার
ভগ্নদশা ভারি।।