চিরদিন জল সেঁচে আর
জল মানে না এই ভাঈা নায়,
একমালা জল সেঁচতে গেলে
তিন মালা য়োগায় তেতলায়।।
আগা নায়ে মন মনোরায়
বসে বসে চুকুম খেলায়,
আমার দশা তলা ফাসা
জল সেঁচি আর শুধরি গরাই।।
ছুতোর ব্যাটার কারসাজিতে
জনম তরীর ছাদ আটা নাই,
নৌকায় আশে পাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।
মহাজনের অমূল্য ধন
মারা গেলো ডাকনী জোলায়,
ফকির লালন কয়
কী জানি হয় নিকাশের বেলায়।।