ঠাহর নাই আমার মন কাণ্ডারী।
এ বুঝি তীরধারায় ডুবলো তরী।।
একটি নদীর তিন বইছে ধারা
সেই নদীর নেই কুল কিনারা,
বেগ তুফান ধায় দেখে লাগে ভয়
তরী বাঁচাবার উপায় কি করি।।
যেমন মাঝি দিশেহারা
তেমনই দাঁড়ি মাল্লা তারা,
কে কোন দিকে ধায় কেহ কারো
বশ নয় পারে যাওয়া কঠিন ভারি।।
কোথায় হে দয়াল হরি
একবার এসে হও কাণ্ডারী,
তোমার স্বরণ না লয়ে তরী
ভাসায়ে লালন বলে এখন বিপাকে মরি।।