জন্ম মরন বুঝতে পারে এমন সাধ্য আছে কার
করলে পরে মরা সাধন জানে পারে সেই বিচার।।
ধরাতে মরা হইয়া সংসারে স্বরূপ দেখাইয়া
অরূপের রূপ মিশাও গিয়া দুগ্ধের মধ্যে ঘৃত সার।।
লাল রঙ্গে উঠে ফেনা লোভী কামীর যেতে মানা
আগুনের কারখানা জোতির্ময় কি চমৎকার।।
বিরজায় নীলকান্ত মণি পরশে হয় সরস ধ্বনি
পাগল হয়ে উঠে প্রাণী ধৈর্য্য রাখা বড়ই ভার।।
একটি রূপ দুই ভাগ হইয়া দুই ছুরতে যায় মিশিয়া
জলের মধ্যে ফল ধরিয়া মধ্যে রয় মানুষ আকার।।
জালাল উদ্দিন কর্মদোষে থাকতে নাহি পারলো হুঁশে
কলঙ্ক জগতে ঘোষে জাতি কুল গিয়াছে তার।।