আপন বলে দুনিয়াতে ভাবতেছো মন তুই কারে?
একাই শুধু যেতে লাগে যাবি যেদিন ভব পারে।।
তেরো নদী সপ্ত সাগর, পাথর ভাসে জলের উপর
মধ্যে গরম কালুর জর কাছে গেলেই ডাাইতে মারে।।
রাস্ত-ঘাটের পাই পরিচয়, ঘোর অন্ধকার সব সময়
ফিরে এসে কেহই না কয় কোথায় গিয়া কি করে।।
দেখে যাও আজ বিশ্ববাসী, জানি না আর কবে আসি
গলে বান্ধা যমের ফাঁসি বুক ভাসিছে অশ্রুধারে
জালালে এই ভাঙ্গা নায় আর একজন পার হইতে চায়
সেই মানুষটি আছে কোথায় ভাবুক বিনে জানে নারে।।