খোদাকে বিশ্বাস কর-গুরুকে হৃদয়ে ধর
সে বিনে আর ভব পারে গতি কিছু নাই।।
যারে বল আমার- কেহ নহে তোমার
সকলই হবে অসার মাতা পিতা ভাই,
আসিলে শমন- ভাঙ্গিবে স্বপন
ঘুচিবে মায়ার বন্ধন-রবেনা বড়াই।।
কোথায় ছিলে কবে কেন বা আসিলে ভবে
একদিন না দেখলে ভেবে রবে কান ঠাঁই,
কামিনীর সনে- মজিয়া নিশিদিনে
ঠেকিলে তুই ঘোর নিদানে পারের উপায় নাই।।
বিচারে হইবে নিশ্চয়- অন্তরেতে নাহি ভয়
লইবে কাহার আশ্রয় জিঞ্জাসিলে সাঁই,
পড়িয়া ঘোর জঞ্জালে- জালাল উদ্দিন বলে
মন-মানুষের চরণতলে ছায়া যেন পাই।।