ধরা রে অবোধ মন উপদেশ ধর
অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর।।
লোভে কার সাধু সঙ্গে শ্ৰীকৃষ্ণ ভজন
কৃষ্ণ নামে কর রুচি আসক্তি প্রচুর।।
ভজনে অনর্থ নাশ নিষ্ঠার উদগম
ভাবের আবেশ হইলে জন্মে প্ৰেমাকুর।।
প্ৰেমাঙ্কুর হইলে সাত্তিকের উদয়
চিন্তা জাগরণ দ্বেষ মলিনাঙগ জয়।।
কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত্র বাখানি
প্ৰলাপ বাধিরুন্মাদ মোহমৃত্যু গনি।।
এই দশ দশা যার অঙ্গের ভূষণ
তার অনুসঙ্গ চাহে শ্ৰী রাধারমণ।।