পতিত পাবন নাম শুনিয়া, দাঁড়াইয়া রহিয়াছি কুলে।
দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে।।
আমার নাই পয়সা না জানি সাঁতার
আমারে নেও নায়ে তুলে।।
ভবের ঘাটে দিচ্ছ খেওয়া, আপন হাতে ধরছ বৈঠা
পার করা দয়াল গুরু দিন গেল হেলে।।
আমার মন মাঝি হইয়াছে বেভুল ডুবাইতে চায় নীলমণিরে
দেখিয়া ভবের তরঙ্গ প্ৰাণ ত হইয়াছে ভঙ্গ।।
ধরা অঙ্গ শীতল কর সাধ রাখি মনে
গোসাঁই শ্ৰী রাধারমণের আশা ঐ রাঙ্গা চরণ তলে।।