বুঝি কোন কর্মফলে এলে রে মন ভূমণ্ডলে,
কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে।।
মন রে এই প্ৰতিজ্ঞা ছিল পুর্বে, ভজবে কৃষ্ণ এসে ভবে।
এখন নাইরে স্মরণ ভবের ভাবে, স্ত্রীপুত্র সম্পদে ভুইলে
মন রে শ্রীগুরু কৃষ্ণ বৈষ্ণবেতে তিন রূপে এক বিশ্বাসেতে।
শুদ্ধকরণ রূপের ভজন সাধন বিনে আর কি মিলে।
মন রে মহাজনের যেই মত তাতে হ’রে অনুগত।
মন হইলে না মনের মত, শ্রীরাধারমণ বলে।