বুঝে না অবুঝ মন কি হইল প্ৰমাদ
দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ।।
কুজারাণী কাল নাগিনী গোয়ালিনী সনে
দিন রজনী গায়াইল টপকা বাজা গানে।।
বারে বারে নিষেধ করি প্ৰবোধও না মানে
দণ্ডেক তিষ্ঠেক না ঘরে দৌড়ে হেচক টানে।।
কাম কামিনী মদন বাণে তারে নেয় টানে
সকল সন্ধ্যায় থাকে তাহদের সনে।।
টান হেচড়া কত করি ষড় রিপু সনে
জিনিতে না পারি আমি তা সবের রণে।।
রাধা বাউল বলে ভাবি আপন মনে
এই ভাবে চলি মুক্তি পাইবে কেমনে।।