ভবনদীর ঢেউ দেখিয়া দাঁড়াইয়া রহিয়াছি কূলে
দয়াল শুরু পার করা দীন হীন কাঙ্গালে।।
দিছো খেওয়া ভবের হাটে আপন হস্তে মারছে বৈঠে
পার করি দেও নিজ কপটে অবহেলাতে;
আমার মন হইয়াছে বেদিশা
ঠিক করে হাল ধরলো না রে
দেখিয়া ভবের তরঙ্গগো কম্পিত হইয়াছে অঙ্গ
রিপু সনে করি রঙেগ দিন গেল হেলে;
আমার নাই কড়ি, নাই জানি সাঁতার
আমায় নেও নায়ে তুলে।
নাহি জানি অস্তুতি ভক্তি কি হবে আমার গতি
শ্ৰী পদে না দিলাম ভক্তি দিন গেলো হেলে
রাধারমণের মনের বাঞ্ছা–রই গো রাঙ্গা চরণ তলে।