মন তুমি সেই ভাবনা করা কখন খাচা পড়বে খালি
ভাঙ্গব না তোর ঘুমের ঘোর।।
কোনদিন পাখী পালিয়ে যাবে জানা তো নাই তোর
সময় থাকতে ওরে মনা ভাঙাগ রে তোর ঘুমের ঘোর।।
বাজে মাল মসলায় খাচায় গড়ছে কারিগর
সিদ কাটিয়া কোনদিন খাচা প্ৰবেশিবে পাখীচোর।।
সিদ কাটিয়া প্ৰবেশিলে বিপদ বিষম হবে তোর
তাই বলিরে অবুঝ মনা সময় থাকতে পাড়ি ধর।।
রাধারমণ বাউল বলে জীবন গেল ঘুমের ঘোরে
অসাবধান হইয়া খাচায় সিদ কাটি পশিল চোর।।