হরি হইয়ে কেন বলা হরি, তোমার ভাব কিছু বুঝিতে
না পরিবে, গউর চান্দ
কেন বলা হরি।
ব্ৰজলীলা সাঙ্গ কৈরে, গউর, চান্দ কেন আইলে
নৈদা পুরে, তুমি কি অভাবে হৈলায় দণ্ড ধারীরে।
গউরচান, হরি হইয়ে কেন বলা হরি।
মুখে বলে রা রা, গোরার দুই নয়ানে বহে ধারা
গৌরার বুকে ভেইসে যায় দুই নয়ানের জলে রে।
গৌরচান, হরি হইয়ে কেন বলা হরি।
ভেবে রাধারমণ বলে, গৌরচান পইড়ে আছি ভ্ৰান্তিমূলে
ভ্ৰান্ত চেতন কইরে সঙ্গে নেও আমারে রে গহুর চান
হরি হয়ে কোন বলা হরি।