গৌর নিতাই আইসে রে ও হরির নাম অমৃতে ভাসাইলে।
দুখী-সুখী–পাপী–তাপী অন্ধ-আতুর সবে পাইল।।
হরির নাম মহৌষধি পান কইলে যায় ভবব্যাধি
শুনলে মানব জনম সফল
পতিত পাষণ্ডী যারা হরির নাম আভাষে তইরে গেল।
হরিনাম চিন্তামণি ষষ্টি দণ্ড দিন রজনী
স্মরণ মনন শ্রবণ মঙ্গল
ধ্যানযজ্ঞ পরিচর্য হরির নাম ভজ কেবল।।
হরিনামে কতই মধু পান কইরাছে ব্রজের বধূ
দীনবন্ধু দুর্বলেরি বল
গোসাই রাধারমণে বলইন হরিনামে কেননা হইল।।