গৌরচান ছাপাইয়ে রাখবো কেউরিরে না দেখতে দিবো
গৌরচান ছাপায়ে রাখবো।।
মণিপুরের দারমা খাইয়ে প্রেমের মন্দির বানাইবো
প্রেমের পালঙ্ক বানাইয়ে প্রেমের মশইর বানাইব
প্রেমের বাক্সে তালা দিয়ে গৌরচান ছাপাইয়ে রাখবো-
নিরালাতে বাহির করিয়া গৌরাচাঁদের রূপ দেখিবো।
ভাইবে রাধারমণ বলে গৌর কেমন জনা
আন্ধাইর ঘরে জ্বলছে বাতি গৌরকাঞ্চা সোনা।