ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা।
কি হেরিলাম গৌর বাঁকা
গিয়াছিলাম সুরধুনী পাইয়া গৌরের দেখা।
সে যে প্ৰেম করিল কেউ না ছিল
সে ছিল আর আমি একা।
চুড়ার উপরে চুড়া তার উপরে ময়ুর পাখা
সে যে বাঁশির সুরে উন্মাদিনী কোন রমণীর মনোহরা
ভাইবে রাধারমণ বলে গিয়াছিলাম জলের ঘাটে
ও তার হাতে বাঁশি সাথে চুড়া দেখলে নয়ন যায় না রাখা।