রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে কালাচান্দ হইলেন গৌরাঙ্গ
রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ।।
রাই প্ৰেমেতে হইয়ে ঋণী কালাচান নবীন সন্ন্যাসী
ত্যেজে চূড়া দাঁড়া বাঁশি ধরিলেন কৌপীন করঙ্গ।।
রাই প্রেমে হইয়ে উদাসী প্ৰেমরসে ভাসায় অবনী
কলির জীবের ভাগ্যে হইয়ে উদয় ব্রজলীলা কৈল সাঙ্গ।।
প্ৰেমময়ী রাধার আশ্রয় রসের রাজা শ্যামারসময়
প্ৰভু রঘুনাথ প্রেমের ধানের ধনী গোসাঁই রাধারমণের নাই প্রসঙ্গ।।