হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই।।
নাচে হরি বৈলে বাহু তুইলে নামে বিরাম নাই।।
হরেকৃষ্ণ হরে রাম নাটে তুণ্ড অভিরাম হে
শুনে হরিনামের ধ্বনি পাষাণ গলিয়ে যায়।।
রাধা বইলে ধারণী পড়ে। গদাধরের গায়।।
পাপ তাপ হইল নাশ গৌরচন্দ্ৰ শুভকাল হে
আমার লাগল গায়ে প্রেমের বাতাস রাধারমণ গায়।।