সুরধনীর ঘাটে গৌর রায়, নাগরী গো,
গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়।।
কি বলব তার রূপের গো বাহার কোটি চন্দ্ৰ জিনি আভা
দেইখে কুলনাম রাখা হইল দায়।
হাসে কান্দে নাচে গায় ধুলায় গড়াগড়ি বায়,
রাধা প্ৰেমে ধারণী লুটায়
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
গৌররূপ হেরে শ্ৰীরাধায়।