অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ
নিলগি রাধার কুলমান।
কাঁচা চুলায় ভিজা লাকড়ি চূড়াইছি জ্বাল
ওগো জ্বলের চোটে বাসন ফুটে ভাঙিয়া হইল চারিখান
ও গো বাঁশির সুরে বেভোর হইয়া করিয়াছি লবণ টান।
শাক শুকতা ভাজাবাড়া করিয়াছি পাক
শাশুড়ী মায় খাইলে পরে করিবা বাখান
ননদীয়ে খইলে পরে তুলিয়া দিবা খোটাকান।
বাইবে রাধারমণ বলে… (অসম্পূর্ণ)।