আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া।।
হাঁটুজলে বাঁশির সুরে রইলাম অবশ হইয়া
মন রইলো বাঁশি সুরে কলসী গেল ভাইয়া–।
বাঁশির সুরে আকুল কইলে কলসী গেল ভাসিয়া
শাশুড়ী–ননদী গঞ্জে বার্তা শুনি আইয়া
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জগতে কলঙ্কী অইলাম বন্ধের প্রেমিক অইয়া।