আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে।
খারি ভরা ফুলের কলি ফুটল ঝাকে ঝাকে
সেইনা ফুলে মালা গাঁথি দিতাম বন্দের গলে।।
বাটা ভরা চুয়াচন্দন দিতাম বন্ধের অঙ্গে
প্ৰেমখেলা খেলিতাম দোহে মনোরঙ্গে
ভাইবে রাধারমণ বলে রূপের ছটায় নয়ন জলে
ও রূপ যায় না ধরা ধরিবারে গেলে।।