ও বা রসিক কালাচান কি জন্যেতে রাধা বলি
বাঁশিতে দেও শান।।
বাঁশির সুরে কুলবধূর আকুল অয় পরান
কাজ ফেলিয়া বাঁশি শুনতে পাতিয়া থাকি কান।
কান পাতিয়া থাকিতে বন্ধু সময়ে পড়ে টান
কাজ দেরী হইলে শাশুড়ীর বাক্যবাণ
সে জন্য করিবে মান বন্ধু কালাচান
রাধা বলি তান ধরিয়া করিও না অপমান।
ভাবিয়া রাধারমণ বলে রসিক কালাচান
রাধা বলি বাঁশির মাঝে আর দিও না শান।