কথায় বাঁশি মন উদাসী কোন নাগরে নিল মনপ্রাণ হরে।।
কি মোহিনী জানে বাঁশি রাইতে না দেয় ঘরে ।।
শুনিয়া বাঁশির ধ্বনি হল প্রাণশূন্য তনুখানি
আছে কোন কামিনী ধর্য ধরে।
যেন বংশী বরাশির মত মীনাকর্ষণ করে।।
গৃহকর্ম না লয় মনে পাগলিনী বাঁশির গানে
যেন জল বিনে মন উচাটন করে
বাঁশি শ্রুতি মনে করে আশা, অঙ্গা দাহ করে।।
যে অধরে বংশী মনে লয় গো পাইলে তারে
রাখতেম হৃদয় ভরে হৃদয় মাকারে
শ্ৰী রাধারমণের আশা শ্ৰীমুখ নেহারে।।