কুলমান আর যায় না রাখা — বাঁশি যে ডাকে রাধা-রাধা।।
সখী গো— কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী–
ধৈর্য ধরি রইতে পারি না আমি বন্ধু বন্ধু বলে বসে থাকি নিরালা।
খী গো–ভাইবে রাধারমণ বলে প্ৰাণ নিলো গো বাঁশির স্বরে
গৃহে আর রইতে পারি না; বাঁশির দোষ নয় লো সুখী
কর্ম দোষে এই জ্বালা।