তরুমুলে শ্যামরূপ হেরিলাম অরুমুলে।
নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে।।
শিরে চূড়া শিখিপাখা কি আচানক যায় গো দেখা
দাঁড়াইল ত্ৰিভঙ্গ বাকা বনমালা গলে।।
শ্যামরূপের নাই তুলনা ভুবনমন্ডলে।।
শ্যামরূপে নিল আখি মন হইয়াছে চাতক পাখি
আমার প্রাণ কন্দে থাকি থাকি রাধারমণ বলে।