ভবঘুরেকথা

পিরিতে মোর কুল নিলায়, গো ধনি,
না জানি ডুব দিলাম গো।।
ধনি গো, এগেনা-বেগেন ধনি–
পর কি আপন।
আপনা জানি কইলাম পিরিত গো
ও ধনি, ডুবিবার কারণ গো
ধনি গো, আমি নারী এ যৈবতী
যৈবান রাখা দায়।
কেমনে সঁপিতাম যৈবন গো
ও ধনি, শ্যামের রাঙা পায় গো।।
ধনি গো, ভাইবে রাধারমণ বলে–
হইয়া পাগল :
স্ত্রীর কাছে বান্ধিয়া রাখছে গো
ও ধনি, গৃহস্থের ছগুগল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!