প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
কি গুণ জানে নন্দের কালা আমরা না জানি
দেহ থইয়া মন নিলো প্ৰাণ লইয়া টানাটানি।
জীবন সংশয় সখী দংশিল নাগিনী
সরল প্রেমে গরল কইলো এমন আগে না জানি
ভাইবে রাধা রমণ বলে মনে অনুমানি
তোরা সবে পাইলে কৃষ্ণ আমায় নে সঙ্গিনী।