প্ৰাণে বাচি না গো সখী প্ৰাণে বাচিনা
শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না।।
কি জ্বালা দিয়াছে মোরে ঘরে রাইতে পারি না।
দেখা দিয়ে শ্যাম কালা হিয়ার আগুন নিবায় না।
তার প্রেমের এই ধারা জ্বলে পুড়ে হইলাম। সারা
বাকী নাই এক জারা তোমরাতো দেখা না।
সকলি হইল শক্ৰ আমার বলতে কেউ রইলো না।
তবুও কঠিন শ্যামে ফিরি একবার চাইলে না।
যেদিকে চাই তারে দেখি সে কি আমায় দেখে না।
রাধারমণ সহায় শূন্য আশ্রয় কোথায় পায় না।