প্ৰেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো–
ওয় গো বিনোদিনী।।
আর এক ঘরে শইয়ে থাকি,
ও আমি শাইলে স্বপন দেখি গো।
ওয়া রে, শাইলে স্বপন দেখি
তোমার চান্দ মুখ গো
আর তোমার কথা মনে হইলে
আমার বুক ভাসিয়া যায় নয়নজলে গো।
ওয়া রে, বুক ভাসিয়া যায় নয়ন জলে–
করি কি উপায় গো।
আর ভাইবে রাধারমণ বলে,
ভাবিয়ো না রই মনে :
ওরে, আইসব তোমার প্রাণ বন্ধুয়া–
ভাবিছ কি আর মনে গো।।