প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি।।
নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি।।
অমিয়া বরিষণ করে রাশি কুলনাশি
প্ৰাণ লইয়া মর টান দিয়াছে লাগিয়াছে বরশি।।
নবঘন বারি বিনে চাতকিনী চাতকিনী পিপাসী
আর ধৈর্য ধরিতে নারি করিয়াছে উদাসী।।
সাধ করে সঙ্গে গো যাইতাম হইয়ে শ্যামের দাসী
শ্ৰী রাধারমণে ভণে কৃষ্ণ অভিলাষী।