বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে
নামি ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে।।
যখন বন্ধে বাজায় বাঁশী তখন আমি রানতে বসি
কিসের রান্ধা কিসের বাড়া পরানী যে ঝুরে
শ্বাশুড়ী ননদী ঘরে যাইতে নারি বাইরে।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশীর সুরে হিয়া জ্বলে
কি ফলে পাইমু তারে দয়াল গুরু শিখাও মোরে।