বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
বাঁশির সুরে কুলবধূর উড়াইল পরান।
রসরাজ নাম মিঠা লাগে হৃদয় মাঝে বাণ মিঠা
এই মিলনবাঁশি কে করিল নিৰ্মাণ গো।
কি অপরাধ করিলাম আমি বাঁশি রে বৃন্দাবনে
সদাই রাধা রাধা বইলে বাঁশিতে দিল টান।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনি রাই
বাঁশি কালভুজঙ্গ হইয়া প্ৰাণটি লইয়া যায়।।