বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়।
শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়।
শুনিয়া বাঁশির ধ্বনি যমুনা উজান
যোগী ঋষির জপ ভাঙে। আমি করি কি উপায়।
বাঁশিতে ভরিয়া মধু বেড়ায় শ্যামরায়।
মরমে ফুটিয়া রইল বুঝি ফুলের কাঁটার প্রায়
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি নয় গো কাল
অবলা বধিতে বাঁশি ছিল বুঝি কালের প্রায়।।