বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
শাশুড়ীর ঘরে থাকি মন আমার সদায় উদাসী।
ননদীরে বলে বধু কদমতলে কত মধু
বল গো–আমারে।
কি বলি ভেবে না পাই ননদীর গালি খাই
বাঁশি হইল আমার কুল বিশি।
মন আমার উদাস করি বাজায় বাঁশি নাম ধরি
এতে মোর কুল বিশি শাশুড়ী বলে মোরে
কেনে ডাকে নাম ধরে থাকি যে বসি।
ভাইবে রাধারমণ বলে বাঁশির স্বরে পরান জ্বলে
বাঁশি মোরে করিল উদাসী
উদাসী করিল। আর না ঘরে না বাহার
না কুলে না বিশি।