মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে।।
ধ্বনি শুনে উম্মাদিনী আমায় উন্মাদিনী করিয়াছে।।
কি অমৃতে বাঁশির মাঝে প্রবেশিল হিয়ার মাঝে
মনে লয় যাই গো কাছে কলমানের ভয় কি আছে।।
গৃহকর্ম না লয় মনে পাগলিনী বাঁশির গানে
আর ধৈৰ্য মানে না প্ৰাণে বিষম সঙ্কট ঘটিয়াছে।।
নতুন বাঁশের নতুন বাঁশি নতুন বয়সের কালাশশী
মনে লয় তার হইতেম দাসী রাধারমণ বলিয়াছে।।