মনচুরা শ্যাম বাদী হল
আমার উপায় কি গো বলো
আমার দেহ থইয়া প্ৰাণ নিল
মনপ্ৰাণ হরিয়া নিল।।
গিয়াছিলাম জল আনিতে
শ্যাম দাঁড়ায় কদমতলে
শ্যামের রূপ হেরিয়ে
যুবতীর প্রাণভ্রমরা উড়িয়ে গেল।।
বিজুলী চটকের মতো
যমুনার কুল আলো হইল
শ্যামের কটাক্ষ নয়নের গুণে
অবলারে প্ৰাণে মাইল।।
ভাইবে রাধারমণ বলে
বেজাতি ভোজঙ্গে চলে
এগো রসরাজ বৈদ্য না হইলে
ঝাইরে বিষ কে করবে ভাল।।