যমুনার জলে সখী গো তারা নে আমারে।
বাঁশি বাজায় কোন নাগারে।।
অধ্য প্ৰাণ আর রইতে নারি ঘরে।।
আমার প্রাণ কেমন করে
মোহন মুরলী ধ্বনি বিধিল অন্তরে
মধুর স্বরে গান করে।।
বাঁশি কতই ছন্দি করে
বাশির গুণ কি শ্যামের গুণ কে বইলাবে আমারে।
বাঁশির স্বরে প্রাণ হরিয়া নেয়
ধরা টলমল করে।।
মনির মৌন ভঙ্গ করে
অধীরে ধরে বাঁশি পাই যদি তারে
জন্মের মত প্ৰাণ সপিব
রাধারমণ বিনয় করে।।