শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে
যে যন্ত্রণা বনে যাওয়া গৃহে থাকা না লয় মনে।।
যথায় তথায় যাও রে বাঁশি সঙ্গে নিয়ে আমারে
পায় ধরি বিনয় করি লাঞ্ছনা দিয়ো না মোরে।
ভেবে রাধারমণ বলে শুনগো ললিতে
পাইতাম যদি শ্যামের বাঁশি ভাসাইতাম যমুনার জলে।
যে দুঃখ দিয়াছ বাঁশি আমার অন্তরে
এমন বান্ধব নাই যে গো দেখাব করে
মনে রইল দেখাব মইলে।