শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো।
কি মধুর পশিল কানে কুলমান সহিতে টানে
বাঁশি কি মোহিনী জানে ধরয়ে অধরে গো।
এমন তো শুনি নাই কখন বিষামূত এমন মিলন
বাঁশি কালভুজঙ্গ যেমন দংশিল আমারে গো।
জলে কি কালিন্দী তটে কদম্ব কি বংশী বটে
বাজল বাঁশি জলের ঘাটে ধীর সমীরে গো
ভেবে রাধারমণ বলে শীঘ্ৰ চল যমুনার জল
ওগো রসরাজ বৈদ্য না হইলে অঙ্গ কে করিবে শীতল।