সখী চল চল যমুনার জলে।।
আমার না গেলে না হবে জলে, গ,।।
চিত্রে নে বিচিত্ৰঝারি চম্পকলতায় নেও গো পুরি
রঙ্গদেবী সদেবী মিলে।।
ইন্দুরে খায়নি তুলসী চন্দন ভঙ্গবিদ্যায় কুসুম চয়ন
কৃষ্ণকেলি কদম্বেরি মুলে।।
চল গো বিশাখা সখী ললিতাকে আনো ডাকি
শ্যামের বাঁশি ডাকে রাধা বইলে।।
বাঁশি কি মোহিনী জানে মনপ্ৰাণ সহিতে টানে
আজি বড় ঠেইকাছি বেকলে।।
শুনিয়া বাঁশির ধ্বনি চলো রাধা বিনোদিনী
উন্মাদিনী শ্ৰীরাধারমণ বলে।।