পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই?
সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
চুনী খাইয়ে মুখ জ্বালিয়ে মাইলাম ভেবেছিলাম খাসা দই।
জগতে কলঙ্কী বলুক তাতে মুই লজ্জিত নই
নিন্দার বোঝা মাথে লইয়া যদি বন্ধের দাসী হই।
যার লাগি উদাসী হইলাম। সে বা কোথা আমি কই
জগতে কলঙ্ক রইলো দুক্ষ আমি কেমনে সই।
কৃপা করি বল গো তোরা বিনয় করি প্রাণ সই
উদাসী হইয়া ফিরি প্রাণবন্ধু বল গো কই।
তাতে কোন দুক্ষ নাই যদিও কলঙ্কী হই
জন্মে জন্মে যদি জন্মি প্ৰাণবন্ধের দাসী হই।
ভাবিয়া রাধারমণ বলে এখন স্বম্ব কই।
সয়াল সংসার ঘুরি বন্ধের নামে উদাসী হই।