সুচিত্রে আমি কার লাগি গাঁথিলাম গো
বিনাসুতে বিচিত্র মালা।
মালা সে কি লো আর দ্বিগুণ জ্বলে
কৃষ্ণপ্ৰেম বিচ্ছেদের মালা পরাইব প্ৰাণবন্ধুর গলে।
গাঁথিয়াছি মালতীর মালা বকুলে।
সেই মালা ভুজঙ্গ হইয়া দংশিল মুই অবলে
চুয়া চন্দন গো ঘষে রাখিয়াছি কটরা ভরে
সব সখী মিইল্যা।
সেই চন্দন হইল গো বাসি আইল না গো চিকন কালা
ভাইবে রাধারমণ বলে আইল না গো প্ৰাণবন্ধু শুন গো সকলে
এগো আসবে আমার প্রাণবন্ধু রাধার মরণ হইলে।