সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি।।
বুঝি পেয়ে তা রেখেছে কোন রমণী।।
আসবে বলে রসরাজ নিকুঞ্জ করেছি সাজ
বড়লাজ পাইলাম গো রমণী।।
শয্যায় হইল নিশিভোর ভ্ৰমরায় করে আকুল
কৰ্ণে শুনি কুকিলার কুহুধ্বনি।।
শুন তোরা সখী গণ জ্বালাও গো হুতাশন
অনলে ত্যেজিব পরাণি।।
ভাইবে রাধারমণ বলে শ্যাম বিচ্ছেদে রাই মরিলে
লোকে বলব পুরুষ পাগল রমণী।।