সোনা বন্ধে মোরে ভিন্নবাসে কেরে
সই গো জিজ্ঞাসিও লাগাল পাইলে তারে।।
আমার বাড়ীর সামনা দিয়া-মোহনবাঁশি বাজাইয়া–
নিতি নিতি আসা যাওয়া করে জিজ্ঞাসিালে কয় না কথা
নয়াইয়া যায় মাথা আমার সঙ্গে রাও নাহি করে।
যখন ছিল ভালবাসা প্ৰাণে প্ৰাণে মিলামিশা
রাখিয়াছিল অতি যতন করে গেল সেই ভালবাসা
আমারে কৈল নিরাশা তনু খিন সদায় আখি ঝুরে।
ভাইবে রাধারমণ বলে সোনা বন্ধের চরণতলে
দাসী বলি রাখিও আমারে অধীনী জানিয়া রে
রাখিও সুয়াগ ভরে জ্বালাইও না আর বাঁশির সুরে।