আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না।
কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িসা না
অসতের সঙ্গে ছাড়ি সদাই সাধুসঙ্গ কর
আগু কাজে বেকুল হইও না।
ছাওয়াল অইতো পারে আগলা তালে তাল ধরিয়া রঙ্গে নাইচো না।
অসতী এমন ধারা দুরের নাওয়ে সাধুর পাড়া
কতশত খাইছে মারা মইলে জাগে না।
শিমুল ফুলের রূপ দেখিয়া ধাপ্পা দিওনা
পূর্বজন্মের পূর্বফলে যদি মনের মানুষ মিলে
দেখাইতাম দাম চলিয়া লইতোম কিনারা
রাধারমণ বলে এবার ভাবে মানুষ পাইলাম না।