(গৃহপ্রবেশ, রামায়ণ)
সখি চল যাই অজধ্যাতে
রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে।।
শুভক্ষণ লগ্ন পাইয়া বিশিষ্ট বসিলা
স্নান করি পরে রাম-জানকী চলিলা।
অবিলম্বে লইয়া রামসীতা সঙ্গে করি
জানকী অনিল জল সর্বকুম্ভ ভরি।।
ব্ৰহ্মা আসিলা দেখ দেবগণ লইয়া
বারিক ধানের মচা রঘুনাথে লইয়া।।
অর্গভাগে আইল মুনি রামসীতা পশ্চাতে
খইদই হিচিয়া আরা আসিয়া গৃহেতে।।
রমণ বলে কি আনন্দ আজি অজধ্যাভুবন
সুমঙ্গল জয়ধ্বনি হইল এখন।।