ভবঘুরেকথা

সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি।
কবার আগে চাবার আগে
আপনি আমায় দেব মেলি।
নেবার বেলা হলেম ঋণী,
ভিড় করেছি, ভয় করি নি-
এখনো ভয় করব না রে,
দেবার খেলা এবার খেলি।

প্রভাত তারি সোনা নিয়ে
বেরিয়ে পড়ে নেচে-কুঁদে।
সন্ধ্যা তারে প্রণাম করে
সব সোনা তার দেয় রে শুধে।
ফোটা ফুলের আনন্দ রে
ঝরা ফুলেই ফলে ধরে-
আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া
চুকিয়ে দে তুই বেলাবেলি॥

…………………….
রাগ: বাউল
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!